‘রবীন্দ্রনাথ’ এবং ’বাঙালি’ শব্দ দুটিকে সমার্থক বললে খুব একটা অতিশয়োক্তি হয় না। বাংলার আকাশ আষাঢ়ে যে কালো মেঘের ঘনঘটায় ছেয়ে যায়, সে মেঘ রবীন্দ্রনাথের কথা বলে। সেই মেঘবৃষ্টির শব্দে বেজে উঠে রবীন্দ্রসঙ্গীত, যে পাখি কোন এক কালবৈশাখীতে হারায় তার নীড়, তার অনন্ত বিরহ শব্দের ছন্দে তা কেবলই রবীন্দ্রনাথই আঁকতে পারে। বাংলার প্রতিটি উৎসব, পার্বণে তাঁর সৃষ্টিকর্মের সক্রিয় উপস্থিতি, বিশ্বের আকাশেও তিনি উজ্জ্বল নক্ষত্র। ২২শে শ্রাবণ, সেই প্রবাদপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২ তম প্রয়াণ দিবস। রবীন্দ্রনাথের শারীরিক মৃত্যু ঘটেছে, তবে বাস্তবিক অর্থে রবীন্দ্রনাথের মৃত্যু নেই। রবীন্দ্রনাথ বেঁচে থাকবেন এই পৃথিবীতে তাঁর অমর অবিনাশী সৃষ্টিসম্ভারের মধ্য দিয়ে আমাদের মাঝে। তাই রবীন্দ্রনাথকে শ্রদ্ধাভরে স্মরণ করতে ওয়ার্ডব্রীজ স্কুলের এই ছোট্ট আয়োজন। আমাদের এই আয়োজনে ওয়ার্ডব্রীজ স্কুলের সকল ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছে। ছাত্র-ছাত্রীরা কবিগুরু কে স্মরণ করেছে তাঁর রচিত গানে, কবিতায় ও নৃত্যে। সবশেষে স্কুলের সম্মানিত অধ্যক্ষ রুহি ফেরদৌস জামান তাঁর মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষনা করেন।