Wordbridge-school-logo
Location House # 62 (New), Road # 2/A (New), Dhanmondi R/A
পহেলা বৈশাখ উদযাপন, ১৪২৯
পহেলা বৈশাখ উদযাপন, ১৪২৯

দিনটি ছিলো পহেলা বৈশাখ। ১৪২৯ বঙ্গাব্দের প্রথম দিন। পুরোনো পাওয়া না পাওয়া সব কিছু ভুলে নতুনকে বরণ করে নেওয়ার দিন। নববর্ষের প্রথম দিনে বর্ষবরণের এই উৎসব বাঙ্গালীর সর্বজনীন উৎসব। আমাদের জাতীয় উৎসব।

প্রতি বছরের মতো এবারও ওয়ার্ডব্রীজ স্কুল নতুন বছরকে বরণ করেছে আনন্দ ও ভালোবাসার সাথে। তবে রমজানের কারণে একটু ভিন্নতর ভাবে নতুন আঙ্গিকে। স্কুলকে সাজানো হয়েছিল বর্ণিল সাজে। ছাত্রছাত্রীরাও ছিল লাল সাদায় মোড়ানো যেনো ঠিক এক ঝাঁক প্রজাপতি। স্কুলের এ্যাসেম্বলীর সময় জাতীয় সঙ্গীতের পর "এসো হে বৈশাখ "- গানটি গেয়ে ওয়ার্ডব্রীজ স্কুলের ছাত্র ছাত্রী এবং শিক্ষকবৃন্দ নতুন বর্ষকে বরণ করে নেয়। এছাড়া নববর্ষ উপলক্ষে ওয়ার্ড ব্রীজ স্কুল প্রাঙ্গণে দুই দিন ব্যাপী বইমেলার আয়োজন করা হয়। প্রিপ্রাইমারীর শিশুরা "মেলায় যাইরে " গানটির সাথে আনন্দ উচ্ছ্বলতায় বর্ষবরণ করে, আর বাকি ছাত্রছাত্রীরা রঙে রঙে রাংগিয়ে তোলে মাটির তৈরি ছোট ছোট হাড়ি পাতিল। সাথে বইমেলা টা সবার জন্যই ছিল প্রধান আকর্ষণ।