আজ ঋতুরাজ বসন্তের প্রথমদিন। প্রকৃতি আজ দক্ষিণ দুয়ার খুলে দিয়েছে। সেই দুয়ারে বইছে ফাগুন হাওয়া। বসন্তের আগমনে কোকিল গাইছে গান। ভ্রমরও করছে খেলা। গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। কারন একটাই ,বসন্ত এসে গেছে। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতির আজ এতো বর্ণিল সাজ। বসন্তের এই আগমনে প্রকৃতির সাথে আজ ওয়ার্ডব্রীজেও লেগেছে প্রাণের কলরব। মিলনের এই ঋতু, বাসন্তি রঙে সাজিয়েছে ওয়ার্ডব্রীজ প্রাঙ্গণকে। বর্ণিল এই আয়োজনকে আরো বেশী রাঙিয়ে দিতে আমাদের মাঝে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী তপন মাহমুদ। তাঁর আগমন এবং আমাদের প্লে থেকে শুরু করে এ’লেভের এর সকল ছাত্রছাত্রীর অংশ গ্রহণে অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজন ছিল বাঙালি ঐতিহ্যের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক অনবদ্য প্রচেষ্টা।