১৬ই ডিসেম্বর, ২০২২ বাংলাদেশের রক্তস্নাত বিজয়ের ৫১তম বার্ষিকীতে সকল বাঙালী জাতির প্রতি বিজয়ী শুভেচ্ছা। এ বিজয় আমাদের গৌরব, অহংকার, শক্তি এবং উচ্ছাস।দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামে বহু প্রাণ ও এক সাগর রক্তের বিনিময়ে বীর বাঙালী, আমরা পেয়েছি আমাদের বিজয়ের লাল সূর্য।
১৬ই ডিসেম্বর এই মহান বিজয় দিবসে জানাই জাতির পিতার প্রতি বিনম্র শ্রদ্ধা এবং সকল শহীদ ভাই ও বোনদের প্রতি গভীর শ্রদ্ধা।
প্রতি বছরের মতো এবারের ১৬ই ডিসেম্বরও উদযাপিত হয়েছে আনন্দ-উল্লাসে ওয়ার্ডব্রীজের প্রাংগণে আমাদের তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাঙালীর আত্মত্যাগের মহিমা সম্পর্কে সচেতন করার মাধ্যমে। আমাদের পরবর্তী প্রজন্মের মাঝে মুক্তি সংগ্রামের চেতনাকে উজ্জীবিত রাখতে ও মহান বিজয় দিবসের মহিমাকে উদ্দেশ্য করে আয়োজন করা হয় চিত্রাঙ্কণ প্রতিযোগীতা। স্কুলের প্লেগ্রুপ থেকে নবম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীদের স্বতস্ফূর্ত অংকনে ফুটে উঠে ৭১ এর সংগ্রামের চিত্র। ‘ক’ গ্রুপের সকল ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়। ‘খ’ থেকে ‘ঙ’ গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের মেডেল ও সার্টিফিকেট দিয়ে অনুপ্রাণিত করা হয়। রং ও তুলিতে ছাত্রছাত্রীরা ফুটিয়ে তোলে মুক্তি সংগ্রামের ৯ মাসের চিত্রপট। মুক্তি যুদ্ধে ঢাকা শহর হানাদার বাহিনীর আকাশ পথে আক্রমণের চিত্র তুলে ধরে ‘ঙ’ বিভাগের ছাত্রছাত্রীরা। স্বাধীন বাংলা বেতারের কালজয়ী গানের অংশ বিশেষ গেয়ে অনুষ্ঠানের সমাপন করা হয়।