Wordbridge-school-logo
Location House # 62 (New), Road # 2/A (New), Dhanmondi R/A
মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন
মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উদযাপন

১৯২০ সালের ১৭ই মার্চ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের রূপকার, আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। কালের পরিক্রমায় ২০২০ সালের ১৭মার্চ পূর্ণ হয় মৃত্যুঞ্জয়ী এই মহাপুরুষের জন্মশতবার্ষিকী। চলছে মুজিববর্ষ ও শিশুদিবস। মুক্তিযুদ্ধের এই মহানায়ক শিশুকালে “খোকা” নামে পরিচিত ছিলেন। সেই শিশুটি পরবর্তী সময়ে হয়ে ওঠেন নির্যাতিত নিপীড়িত বাঙালি জাতির মুক্তির দিশারি। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ ও জনগনের প্রতি অসাধারণ মমত্ববোধের কারনেই পরিনত বয়সে হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। আমরা ওয়ার্ডব্রীজ পরিবার আজ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করছি। এ উপলক্ষে ওয়ার্ডব্রীজ স্কুল প্রাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে করা “দেয়াল পত্রিকা” প্রকাশের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর প্রতি আমরা আমাদের বিনম্র শ্রদ্ধা প্রকাশের একটি ক্ষুদ্র প্রয়াস করেছি। পরিশেষে, আমরা বলতে চাই, আসুন দেশের ভবিষ্যৎ নেতৃত্ব শিশুদের কল্যাণে আমাদের বর্তমানকে উৎসর্গ করি। সবাই মিলে জাতির পিতার অসাম্প্রদায়িক, ক্ষুধা-দারিদ্রমুক্ত ও সুখী সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলি। আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার।