Wordbridge-school-logo
Location House # 62 (New), Road # 2/A (New), Dhanmondi R/A
১লা ফাল্গুন  উদযাপন, ১৪২৯
১লা ফাল্গুন উদযাপন, ১৪২৯

১৪ ফেব্রুয়ারি ছিল ১লা ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ। ষড়ঋতুর এই বাংলাদেশের সর্বশেষ ঋতু “ঋতুরাজ” বসন্তের ছিল প্রথম দিন। উত্তরের বাতাস বিদায় নিয়েছে। ডালে ডালে নতুন পাতা গজিয়েছে। কোকিলের কুহু ধ্বনিতে মুখরিত হয়েছে চারিদিক। বর্ণিল বসন্তের রঙিন ছোঁয়া লেগেছিল আমাদের ওয়ার্ডব্রীজ প্রাঙ্গণেও। বাসন্তি বাতাসে ফুল, পাখিদের আসর বসেছে যেন। প্রতিবারের মত ওয়ার্ডব্রীজ পরিবার এবারও আবার আয়োজন করেছিল “বসন্ত উৎসব”। বসন্তের বর্ণচ্ছ্বটায় পুরো স্কুল প্রাঙ্গণ ঝলমল করছিল। শিক্ষার্থীদের সুমধুর কন্ঠে বসন্ত বরণ করে নেওয়া যেন মনে হচ্ছিল পাখিদের সুমধুর কলতানের মতোই। রঙবেরঙের প্রজাপতির উচ্ছলতা আর চঞ্চলতার ছন্দে ছন্দময় শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা সবাইকে মুগ্ধ করেছে। ওয়ার্ডব্রীজ স্কুল ইংরেজি মাধ্যম স্কুল হওয়া সত্বেও বাংলা এবং বাঙালীর সংস্কৃতি ও কৃষ্টি এবং উৎসব পার্বণগুলোকে নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে সর্বদা সচেষ্ট থাকে। তার পরিপ্রেক্ষিতে আমাদের এই ছোট্ট প্রয়াস।