Wordbridge-school-logo
Location House # 62 (New), Road # 2/A (New), Dhanmondi R/A
২২ শে শ্রাবণ
২২ শে শ্রাবণ

এই সূর্যকরে এই পুষ্পিত কাননে,
জীবন হৃদয় মাঝে যদি স্থান পাই।

আজ ২২ শে শ্রাবণ। কবিগুরুর ৭৮ তম মহাপ্রয়াণ দিবস। যদিও রবীন্দ্রনাথ জন্ম-মৃত্যুর মাঝে তফাত দেখেছেন খুব সামান্যই। সৃষ্টিই যে, এই নশ্বর জীবনকে অবিনশ্বরতা দেয়, সে কথা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন বলেই তিনি বলতে পেরেছেন- "মৃত্যুদিয়ে যে প্রাণের মূল্য দিতে হয়, সে প্রাণ অমৃতলোকে মৃত্যুকে করে জয়"। কবির এই অমৃত বানীকে মনে ধারণ করে, আজ ওয়ার্ডব্রীজ স্কুলের ছাত্র-ছাত্রীরা পালন করলো কবিগুরুর ৭৮তম মহাপ্রয়াণ দিবস এবং সাথে "বর্ষামঙ্গল" অনুষ্ঠান। ধারাবাহিক ভাবে পরিবেশিত হলো কবিগুরুর বর্ষা পর্যায়ের গান, নাচ, আবৃত্তি এবং কবিগুরুর জীবনের শেষ চারটি বছরের কিছু অজানা তথ্য এবং ছবি নিয়ে তৈরী তথ্যচিত্র।
বাংলা সাহিত্য-সংস্কৃতি বিকাশে এবং আমাদের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আমরা ওয়ার্ডব্রীজ স্কুল আন্তরিকতার সাথে কাজ করে চলেছি।